#Advertisement

ChatGPT কী ? কিভাবে ব্যবহার করবেন ? আপনার সব কাজ করে দিবে রোবট ChatGPT.

সম্প্রতি আমি একটা রোবট পেয়েছি।যে আমাকে খুব দ্রুত অনেক কাজ করে দেয়। এই যেমন ধরেন কোন বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। অথবা কোন বিষয়ে আমাকে একটা পোস্ট লিখতে হবে।অথবা আমার ইউটিউব বা ফেসবুক ভিডিওর ডেসক্রিপসন বা ট্যাগ লিখতে হবে। অথবা আমার পড়াশোনা সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দরকার। এই সব গুলোই রোবট আমাকে করে দিচ্ছে। একদমই সত্যি বলছি বন্ধুরা। অনেকেই হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি। ঠিক ধরেছেন বন্ধুরা, বলছি চ্যাটজিপিটির কথা। যারা এখনো জানেন না, চ্যাটজিপিটি কি ? এটা দিয়ে কি কি করা যায় ? কিভাবে ব্যবহার করবেন ? এর কি কি সুবিধা রয়েছে। ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিও তে আমি কথা বলবো। এবং প্রাকটিক্যালী আপনাদের কে দেখাবো কিভাবে চ্যাটজিপিটি তে ফ্রিতে একাউন্ট করবেন এবং চ্যাটজিপিটির সুবিধা উপভোগ করবেন। তাহলে চলুন, শুরু করা যাক।

চ্যাটজিপিতে একাউন্ট করা এবং ব্যবহার করার পূর্বে আমরা প্রথমেই ট্যাটজিপিটি সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জানবো।

চ্যাটজিপিটি কী ?

চ্যাটজিপিটি একটি রোবট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট সিস্টেম বা আলাপচারিতা করার অ্যাপলিকেশন।তার তথ্যভাণ্ডারে থাকা নানা তথ্য-উপাত্ত নিয়ে লিখিত প্রশ্নের জবাব হাজির করে। আপনি তাকে  যেভাবে প্রশ্ন করবেন সে অনেকটা সেভাবেই আপনার প্রশ্নের উত্তর দেয়।চ্যাটজিপিটির পুরো নাম চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি অ্যাপলিকেশন যাকে বলা হয় ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস’। চ্যাটজিপিটি খুবই কম সময়ে রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এমনকি এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখতে পারে। উত্তর পছন্দ না হলে তাকে বললে সে আবার আরও ভালো করে উত্তর তৈরি করে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, চ্যাটজিপিটি কিন্তু আসলে নিজে কিছু জানে না। তাকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে বা তৈরি করা হয়েছে যে, সে তার তথ্যভাণ্ডারে থাকা তথ্য-উপাত্ত খুঁজে  আপনার প্রশ্নের উত্তরটি তৈরি করে তা আপনাকে দেখায়। আর সকল রোবট এভাবেই কাজ করে।

কারা তৈরি করেছে?

যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর ‘ওপেনএআই’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান চ্যাটজিপিটি উদ্ভাবন করেছে।

ব্যবহারের জন্য টাকা লাগে?

এখন পর্যন্ত চ্যাটজিপিটি ব্যবহার করতে কোন টাকা লাগে না।তবে গত জানুয়ারি মাসে এই কোম্পানিটি একটি পেইড ভার্সন বা টাকার বিনিময়ে ব্যবহারের একটি ভার্সন চালু করেছে। পেইড ভার্সনটি আরও দ্রুত কাজ করে।

এখন নিচের ভিডিওতে দেখাবো কিভাবে ব্যবহার করবেন। তাহলে নিচের  ভিডিওটি দেখুন।



     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.