#Advertisement

Gmail Account ছাড়াই কিভাবে ব্লগস্পটের যে কোন পোস্টে কমেন্ট করবেন, দেখুন ।ithouse24.


ব্লগস্পটের যে কোান পোস্টে কমেন্ট করতে গেলে জিমেইলে একাউন্টে লগ ইন করা থাকা লাগে। অন্যথায় করা যায়না। কিন্তু আপনার যদি জিমেইল না থাকে, তাহলে কি করবেন ? সে ক্ষেত্রেও আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারবেন। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।



♦কমেন্ট করার নিয়মঃ♦

এ্যাপস ওপেন করে চলতি সংখ্যা পড়ুন মেনুতে গিয়ে সর্বপ্রথম লিংক তথা চলতি সপ্তাহের সংখ্যাটিতে ক্লিক করুন। পত্রিকাটি ওপেন হবে। পত্রিকা পড়ুন। তারপর নিচের দিকে দেখুন Post Comment নামে একটি অপসন রয়েছে। সেখানে ক্লিক করুন।
♦ Comment As এর ডানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Name/url অপসনটি সিলেক্ট করুন।
♦ Name: এর ঘরে আপনার নাম কমা দিয়ে উপজেলা ও জেলার নাম লিখুন।
♦ URL :এর ঘরে # (হ্যাস) লিখুন।
♦ Continue বাটনে ক্লিক করুন।
♦  Enter Your Comment বক্সে আপনার মন্তব্য, মতামত, পরামর্শ, উপদেশ লিখুন।
♦ এবার Publish বাটনে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কমেন্ট করা হয়ে যাবে। কিন্তু আপনি দেখতে পাবেন না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার কমেন্ট টি এ্যাপ্রুভ করবেন, তখন সেটি সবাই দেখতে পাবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.